Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২১ ২১:৩৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ২১:৪০

প্রতীকী ছবি

মঠবাড়িয়া (পিরোজপুর): জেলার মঠবাড়িয়া উপজেলায় অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে তুষখালী ইউনিয়নে জানখালী (ভাইজোড়া) গ্রামের আকরাম মিয়ার ইট ভাটার পশ্চিম পাশে বলেশ্বর নদীর পাড় থেকে ওই মরদেহ করা হয়।

মঙ্গলবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহীম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের কুইক রেসপন্স টিমসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। চার ফুট উচ্চতার ওই নারীর মুখমন্ডল বিকৃত ও অর্ধগলিত ছিল। মৃতের গলায় একটি সাদা-কালো রঙের পুতির মালা এবং হাতের কব্জি নেটের জাল দিয়ে বাধা ছিল। লাশটি মাথায় কোনো চুল নেই।

মো. ইব্রাহীম আরও জানান, মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে। মযনা তদন্তের রিপোর্ট হাতে পেলেই আসল রহস্য জানা যাবে। এ নারীর পরিচয় জনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সারাবাংলা/এনএস

নারীর মরদেহ উদ্ধার পিরোজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর