চুয়াডাঙ্গায় ‘বীর নিবাস’ নির্মাণকাজের উদ্বোধন
২৩ নভেম্বর ২০২১ ১৯:২০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ২১:০৫
চুয়াডাঙ্গা: অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৯টি নিবাস নির্মাণ কাজের বাস্তবায়ন করবে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার দিননাথপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বীর নিবাস’ নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম ভূঁইয়া, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানসহ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ইউএনও শামিম ভূঁইয়া জানান, প্রতিটি নিবাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। চুয়াডাঙ্গা জীবননগরের ঠিকাদারি প্রতিষ্ঠান কবিতা এন্টারপ্রাইজ এ নিবাস নির্মাণের কাজ করবে। ৬০ কার্যদিবসের মধ্যে নিবাস নির্মাণের কাজ শেষ করতে হবে।
সারাবাংলা/টিআর