Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোয়াংছড়িতে সন্ত্রাসীর গুলিতে ইউনিয়ন আ.লীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২১ ২০:২৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ২১:৩২

নিহত আওয়ামী লীগ নেতা উথোয়াইনু মারমা

বান্দরবান: বান্দরবানের রোয়াংছ‌ড়ির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় দুর্বৃত্তদের গু‌লিতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।

মঙ্গলবার (২৩ ন‌ভেম্বর) সন্ধ‌্যা ৭টার দিকে তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলিতে নিহ‌ত উথোয়াইনু মারমা (৪২) তারাছার তালুকদার পাড়ার নজীরা মারমার ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের এক জন নেতা।

সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হচ্ছে

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় তারাছা ইউনিয়‌নের তালুকদার পাড়ায় ছোট ভাই‌য়ের বাসায় খেতে বসেছিলেন উথোয়াইনু মারমা। এসময় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী এসে সরাসরি গুলি করতে শুরু করে। গুলি করেই তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই উথোয়াইনুর মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরেকজন গুলিতে আহত হয়েছেন।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার সারাবাংলাকে বলেন, রোয়াংছড়িতে গুলিবিদ্ধ হয়ে এক জন নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ ও সেনাবা‌হিনী রওনা দিয়েছে। তারা পৌঁছালে আরও বিস্তারিত জানাতে পারব।

সারাবাংলা/টিআর

আ.লীগ নেতার ছেলে নিহত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা টপ নিউজ সন্ত্রাসীর গুলি

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর