Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনক সরওয়ারসহ ২ জনের সম্পত্তি ক্রোকের আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২১ ১৮:৩৯

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক কনক সরওয়ার এবং মেজর (অব.) দেলোয়ার হোসেনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে বিচারক আসসামছ জগলুল হোসেন সম্পত্তি ক্রোকের আদেশ জারি করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

এর আগে, ২০২০ সালের ১১ অক্টোবর মো. জাকির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আসামিরা পলাতক তাই তাদের বিরুদ্ধে সমন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করার পরও আদালতে হাজির না হওয়ায় সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

৩০ জুন দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ রাসেল মোল্লা। ২ নভেম্বর আদালত চার্জশিট আমলে নেয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামি কনক সরওয়ার এবং মেজর (অব.) দেলোয়ার হোসেন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করেছেন।

সারাবাংলা/এআই/একেএম

কনক সারোয়ার

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর