শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
২৩ নভেম্বর ২০২১ ১৭:৩১
চট্টগ্রাম ব্যুরো: গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নির্ধারণের প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্টের একাংশসহ কয়েকটি বাম ছাত্র সংগঠনের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীরা সংগঠিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে নগরীর দুই নম্বর গেইটে বিপ্লব উদ্যানের সামনে মানববন্ধনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন সৈয়দের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিল জিইসি মোড় পর্যন্ত এগিয়ে যায়।
মানববন্ধন চলাকালে সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন উদ্দিন মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী বিপ্লব উদ্যানের অদূরে অবস্থান নেন। তবে এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মানববন্ধনে মহসীন কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘ডিজেলের দাম বাড়ানোর পর গণপরিবহন বিশেষ করে বাস ভাড়া বেড়ে গেছে। একজন শিক্ষার্থীকে প্রতিদিন কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার পথে অন্তঃত ৫০ টাকা খরচ করতে হচ্ছে। তাহলে মাসে একজন শিক্ষার্থীর শুধু গাড়িভাড়ার জন্য দেড় হাজার টাকা খরচ হচ্ছে। করোনার কারণে এখন অধিকাংশ শিক্ষার্থীর টিউশন নেই। বাজারে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম বেড়ে গেছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অভিভাবকরা তাদের সন্তানদের এত টাকা গাড়িভাড়া দিতে পারছে কি না- সরকার কি সেই খোঁজ রাখে ? সরকার কি ডিজেলের দাম এবং বাসভাড়া বাড়ানোর আগে একবারও মানুষের কথা চিন্তা করেছে ?’
শিক্ষার্থী দীপা মজুমদার বলেন, ‘বাসভাড়া যেভাবে বেড়েছে একজন শিক্ষার্থীর পক্ষে সেটা বহন করা সম্ভব হচ্ছে না। আমরা সরকারের কাছে হাফ পাস নির্ধারণের দাবি জানাচ্ছি। গণপরিবহনে একজন শিক্ষার্থী যাতে অর্ধেক ভাড়ায় চলতে পারে, সেই ব্যবস্থা করার দাবিতে আমরা আজ মানববন্ধন করেছি। আমরা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব। স্মারকলিপি দেব, শিক্ষামন্ত্রীর কাছে যাব। এরপরও দাবি মেনে নেওয়া না হলে ইতিহাসে লেখা আছে কিভাবে দাবি আদায় করতে হয়। রাস্তা অবরোধসহ দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলব।’
এসময় আরও বক্তব্য রাখেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. শিহাব, ইয়াছিন আরেফিন, আগ্রাবাদ মহিলা কলেজের ছাত্রী আবিদা খাইরুন, পটিয়া সরকারি কলেজের জাহিদুল ইসলাম রাপি, মহসীন কলেজের শারমিন আক্তার, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুর রুদ্র।
সারাবাংলা/আরডি/এসএসএ