Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় পুঠিয়ার সাবেক ওসি সাকিলকে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২১ ১৭:২০

সাকিল উদ্দিন আহমেদ, ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্নীতির মামলায় রাজশাহীর পুঠিয়া থানার সাময়িক বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান ও এ কে এম আলমগীর পারভেজ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থেকে পুলিশ রেগুলেশন অব বেঙ্গল এর প্রবিধান ২৪৩ ও ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা সুস্পষ্টভাবে লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ করে পুঠিয়া থানার ২০১৯ সালের ১১ জুনের একটি মামলায় আটজন আসামির নাম উল্লেখ থাকা সত্ত্বেও কারসাজিমূলকভাবে এজাহার পরিবর্তন করেন ওসি সাকিল।

এ ছাড়া প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির নাম ও বাসস্থান/ঠিকানা সম্বলিত কলামে ‘অজ্ঞাতনামা’ লিপিবদ্ধ করে স্বাক্ষরপূর্বক মামলা করার অভিযোগ এনে দুদকের রাজশাহী সমন্বিত কার্যালয়ে গত ২৪ জানুয়ারি কমিশনের সহকারী পরিচালক মো. আল-আমিন (বাদী) মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

আত্মসমর্পণের নির্দেশ সাকিল উদ্দিন আহমেদ সাবেক ওসি সাকিল