Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২১ ১৫:২২

রাজবাড়ী: জেলায় পুকুরের পানিতে ডুবে ইস্রাফিল সরদার নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ইস্রাফিল ওই গ্রামের সৌদি আরব প্রবাসী কনক সরদারের ছেলে।

ইস্রাফিলের চাচা রাশেদুল ইসলাম রুবেল জানান, বেলা সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ইস্রাফিল। এর কিছুক্ষণ পরেই ইস্রাফিলের মা সাথী খাতুন ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ১টার দিকে ইস্রাফিলকে পুকুরের পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন সাথী। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/এসএসএ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর