Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ম্যুরাল ইসলামী শরিয়ত মতে নয়— মন্তব্য কাটাখালী মেয়রের

রাজশাহী করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২১ ১৪:৩৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৫:৩৬

আব্বাস আলী, ফাইল ছবি

রাজশাহী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ইসলামী শরিয়ত মতে নয় বলে মন্তব্য করেছেন রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী। তার কথোপকথনের ১১ মিনিট ৩০ সেকেন্ডের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার এমন মন্তব্যে রাজশাহীজুড়ে শুরু হয়েছে তোলপাড়। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন মেয়র আব্বাস। অডিওটি সারাবাংলার হাতে এসে পৌঁছেছে।

আব্বাস আলী কাটাখালী পৌরসভায় পর পর দুইবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত মেয়র। এছাড়া তিনি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ মেয়র আব্বাস একটি অডিওতে বলেছেন, ‘সিটি গেট আমার অংশে; একটি ফার্মকে দিয়েছি। তারা বিদেশি স্টাইলে সাজিয়ে দেবে। ফুটপাত, সাইকেল লেন টোটাল আমার অংশটা। কিন্তু একটু ঠেকে গেছি গেটটা নিয়ে। একটু চেঞ্জ করতে হচ্ছে; যে বঙ্গবন্ধুর মুর‌্যালটা দিয়েছে সেটা ইসলামী শরিয়ত মতে সঠিক নয়। এ জন্য আমি ওটা থুব না।

অডিওতে তিনি আরও বলেন, ‘শেষ মাথাতে যেটা ওটা (মুর‌্যাল) ইসলামের দৃষ্টিতে পাপ। সেজন্য রাজশাহী সিটি গেটে বঙ্গবন্ধুর মুর‌্যাল বসাতে দিব না। দরকার হলে জীবন দিয়ে প্রতিহত করব।’

অডিওতে তার কণ্ঠে শোনা যায়, ‘আমি দেখতে পাচ্ছি, আমাকে যেভাবে বুঝাইছে সেভাবে মুর‌্যালটা দিলে ঠিক হবে না; আমার পাপ হবে। আমিতো কানা না। যেভাবে বুঝাইছে তাতে আমার মনে হয়েছে, মুর‌্যালটা হলে আমার ভুল করা হবে। এ খবরটা যদি যায় তাহলে আমার রাজনীতির বারোটা বাজবে।’

https://youtu.be/qvdEt_rlsLU

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করব নাকি। এ জন্য কিছু করার নাই। মানুষেক সন্তষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তষ্ট করা যাবে না।’

বিজ্ঞাপন

তবে অডিওটি তার নয় বলে দাবি করে পুরো ঘটনা অস্বীকার করেছেন মেয়র আব্বাস আলী। তিনি বলেন, ‘মুর‌্যাল করা যাবে না, মুর‌্যাল করলে পাপ হবে, এ ধরনের কথা আমার সঙ্গে কারও হয়নি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার মতো আমার সাহস কখনও ছিল না।’

অডিওতে যে ভয়েস শোনা যাচ্ছে তা আপনার সঙ্গে হুবুহু মিল রয়েছে- এমন কথা বলা হলে তিনি ফোন কেটে দেন। এরপর থেকে আর কল রিসিভ করেছেন না তিনি।

এ প্রসঙ্গে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার বলেন, ‘পৌর মেয়র আব্বাসের বক্তব্য লোকমুখে শুনেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করা খুব অন্যায়। আমরা এর তদন্ত করব। বঙ্গবন্ধুকে নিয়ে যদি কোনো কটুক্তি করে থাকে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

কাটখালী পৌর মেয়র মেয়র আব্বাস মো. আব্বাস রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর