Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ মা-ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২১ ১১:৩৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ১৪:২৭

ঢাকা: রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় মা প্রিয়াংকা বাড়ৈ (৩২) ও তার ৫ বছরের শিশু সন্তান অরুপ বৈদ্য মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তাদের মৃত্যু হয়।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মারা যায় প্রিয়াংকা (৩২) ও রাত ১০টার দিকে মারা যায় অরুপ বৈদ্য (৫)। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেরর আইসিইউতে শিশু সন্তান ও তার মা গেছে। শিশু অরুপের ৬৭ শতাংশ ও প্রিয়াংকার ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন আরও জানান, বর্তমানে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে সুধাংশু বৈদ্য ও ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে তার শাশুড়ি সেফালী রাণী বাড়ৈ চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশংকাজনক।

গত সোমবার (২২ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর ৫ তলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিইটে ভর্তি করা হয়।

দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, তার বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোন জামাইয়ের পেট ব্যাথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে ঢাকায় আসেন। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্না ঘরে যায়। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতে রান্না ঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তারা ৪ জনই দগ্ধ হন।

বিজ্ঞাপন

মুগদা থানার উপ পরিদর্শক (পি-এসআই) ইব্রাহিম খলিল জানান, আগুনে বাসার অধিকাংশ জিনিসই পুড়ে গেছে। জানালার গ্লাসও ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে চালু করে রাখা গ্যাসের চুলা থেকে রান্না ঘরে গ্যাস জমে ছিলো। আগুন জ্বালাতেই গ্যাস বিস্ফোরণ হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

গ্যাস লিকেজ মা-ছেলের মৃত্যু মুগদা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর