Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ২৩:৫৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ০০:০০

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো কানাই দাসের ছেলে চয়ন দাস (৭) ও নান্টু দাসের ছেলে নিরব দাস (৫)।

পুলিশ ও স্বজনরা জানান, শিশু চয়ন দাস ১৫ দিন আগে মায়ের সঙ্গে মাসী বাড়িতে বেড়াতে যায়। সোমবার (২২ নভেম্বর) বিকেলে শিশু দু‘জন বাড়ির পাশে খেলা করছিল। পরে সন্ধ্যায় দু’জনকে পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করতে থাকে।

এসময় বাড়িসংলগ্ন পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে শিশুরা সাঁতার না জানার কারণে দুর্ঘটনাক্রমে পুকুরের পানিতে পড়ে মারা গেছে। মৃত ছেলে শিশু দু‘টির সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

২ শিশুর মৃত্যু পানিতে ডুবে সুনামগঞ্জ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর