Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিপি বাস্তবায়ন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ২২:১৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ২৩:২৪

ঢাকা: গত অর্থবছরের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বেড়েছে। গত ২০২০-২১ অর্থবছরের এই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ১২ দশমিক ৭৯ শতাংশ। চলতি ২০২১-২২ অর্থবছরের এই সময়ে এই হার ১৩ দশমিক ০৬ শতাংশে উন্নীত হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সোমবার (২২ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে।

বিজ্ঞাপন

আএমইডি’র প্রতিবদেনে বলা হয়, গত জুলাই-অক্টেবর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ৩০ হাজার ৯১৯ কোটি টাকা। গত অর্থবছরের চার মাসে এই ব্যয় ছিল ২৭ হাজার ৪৫৩ কোটি টাকা। চলতি অর্থবছর মোট ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি টাকার এডিপি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতিবদেনের তথ্য বলছে, চলতি অর্থবছরের চার মাসে এডিপি বাস্তবায়নে পিছিয়ে রয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যস্থাপনা বিভাগ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি), আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়।

অন্যদিকে এই চার মাসে এডিপি বাস্তবায়নে এগিয়ে রয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এছাড়া স্থানীয় সরকার বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগও এডিপি বাস্তবায়নে এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/টিআর

আইএমইডি এডিপি এডিপি বাস্তবায়ন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর