মোনাশ কলেজের ক্যাম্পাস স্থাপন অবৈধ— ইউজিসিকে নোটিশ
২২ নভেম্বর ২০২১ ২২:১৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ২২:১৭
ঢাকা: দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়-কলেজের ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত বাতিল চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়ার মোনাশ কলেজকে বাংলাদেশে স্ট্যাডি সেন্টার স্থাপনের অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে এই নোটিশ দেওয়া হয়।
সোমবার (২২ নভেম্বর) আইনজীবী মনজুর নাহিদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অনিক আর হক এ নোটিশ পাঠিয়েছেন।
ওই নোটিশে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩৯ ধারায় বলা আছে, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে ক্যাম্পাস স্থাপন বা কার্যক্রম পরিচালনা করতে করতে চাইলে তাদের দেশে অনার্স, মাস্টার্স, ডিপ্লোামা বা সার্টিফিকেট কোর্স পরিচালনা করতে হবে। কিন্তু আইনে স্পষ্টভাবে বলা সত্ত্বেও গত ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মোনাশ কলেজকে বাংলাদেশে স্ট্যাডি সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। যে স্ট্যাডি সেন্টারের সার্টিফিকেট শুধুমাত্র এই কলেজে ভর্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
আরও বলা হয়, এদিকে দেশে বর্তমানে ১০৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়েও তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ পরিস্থিতিতে দেশে মোনাশ কলেজের স্ট্যাডি সেন্টার স্থাপন অবৈধ ও আইন বহির্ভূত।
তাই নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে ইউজিসিকে মোনাশ কলেজকে দেওয়া অনুমোদন বাতিল করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এনএস