Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মকর্তাদের রিপোটিং বিষয়ক প্রশিক্ষণ দিল যমুনা ব্যাংক

সারাবাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২১ ১৪:৩০ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ২১:৫৭

বাংলাদেশ ব্যাংকে রিপোটিং বিষয়ে প্রশিক্ষণ, ছবি: সারাবাংলা

ঢাকা: সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি রেটিং এবং সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি ও গ্রীন ফাইন্যান্স কর্মকাণ্ড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকে রিপোটিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড ট্রেইনিং একাডেমি এই অর্ধদিবস প্রশিক্ষণ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ রিস্ক অফিসার ফজলে কাইয়ুম। সোমবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড ট্রেইনিং একাডেমি ‘সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি রেটিং এবং সাসটেইনেবল ফাইন্যান্স পলিসি ও গ্রীন ফাইন্যান্স কর্মকান্ড সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকে রিপোটিং’ শিরোনামে একটি অর্ধদিবস প্রশিক্ষণের আয়োজন করেছে। এই কর্মশালায় ব্যাংকটির প্রধান অফিসের ৩৮ জন কর্মকর্তা সরাসরি এবং শাখা পর্যায়ের ১৩৬ জন কর্মকর্তা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত এবং যুগ্ম পরিচালক মো. শরফুজ্জামান।

সারাবাংলা/এনএস

বাংলাদেশ ব্যাংকে রিপোটিং যমুনা ব্যাংক লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর