Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপি নির্বাচন: বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ২১:১০ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ২১:৩১

ঢাকা: আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ১০টি পৌরসভা সাধারণ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী পরশু বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ১১টায় বৈঠক অনুষ্ঠিত হবে। ইসি সূত্র বৈঠকের তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

ইসি উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে’ ভোট আয়োজন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা হবে আগামী ২৪ নভেম্বর। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৫২০ নম্বর রুমে সকাল ১১টায় বৈঠকটি আয়োজন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সভায় সভাপতিত্ব করবেন। এছাড়া নির্বাচন কমিশনাররা সভায় উপস্থিত থাকবেন।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট নেওয়া হবে। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও ভোট নেওয়া হবে।

সারাবাংলা/জিএস/টিআর

ইসি-আইনশৃঙ্খলা বাহিনী বৈঠক নির্বাচন কমিশন নির্বাচন ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর