Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ২ মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ২০:০৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ২০:৪৫

জয়পুরহাট: জেলায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সাত জন মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) বিকাল ৫টার দিকে সদর উপজেলার মিরগ্রামচৌমুহনী-মাধাইনগর সড়কের কেন্দুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, পাঁচবিবি উপজেলার শাইলট্রি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী জিয়াউর রহমান (৯), আব্দুল্লাহ (৮)।

আহতরা হলেন, একই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আজিম (৭) তাসিন (৮) সানাউল (৮), রাফসান (১০), রিহান (১৬) এবং ওমর ফারক (১০)।

ওসি আলমগীর জাহান জানান, শাইলট্রি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদ্রাসার জন্য ধান সংগ্রহ করে অটোভ্যানে মাদ্রাসায় ফিরছিলেন। পথে কেন্দুল মোড়ে একটি ধান বোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিক্ষার্থীর মৃত্যু হয়। আহতদের মধ্যে আব্দুল্লাহর অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালকে আটক করে পুলিশে দেয়।

ওসি আরও জানান, এ ঘটনায় সাত জন মাদ্রাসার শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ মাদ্রাসা শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর