Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে অসহায় মানুষের মাঝে প্রিমিয়ার ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

সারাবাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২১ ২০:১৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ২০:১৫

সম্প্রতি ফরিদপুরে অসহায়, প্রতিবন্ধী ও দরিদ্র দুই হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। শহরের গেরদার ঐতিহ্যবাহী সাহেব বাড়ির ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, গেরদা ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফ হোসেন, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ফরিদপুর শাখার ব্যাবস্থাপক মো. শামীম হোসেন, গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারিস মিয়া।

বিজ্ঞাপন

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী জানান, ‘সুদীর্ঘ ২২ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যাংকিং সেবায় আমরা জনমানুষের পাশে আছি। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রিমিয়ার ব্যাংক সারা বছরই বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকে। তারই অংশ হিসাবে শীতের শুরুতেই ফরিদপুরের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যহত থাকবে’।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘করোনার সময়ে বর্তমান সরকারের সহযোগিতায় আমরা প্রতিটি পরিবারের ঘরে ঘরে যে ভাবে খাদ্য পৌঁছে দিয়েছি, ঠিক তেমনি করে শীতেও প্রত্যেক অসহায় পরিবারকে শীতবস্ত্র দেওয়া হবে।’

সারাবাংলা/এমও

অসহায় মানুষ প্রিমিয়ার ব্যাংক শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর