Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভাইয়েরা- কাফনের কাপড় কিনে ফেলেন সবাই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ১৯:৩৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ২০:১৫

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশ, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য দলের নেতাকর্মীদের কাফনের কাপড় কেনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত বিক্ষোভ সমাবেশে শাহাদাত এ আহ্বান জানান। নগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়াকে অত্যন্ত পরিকল্পিতভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ করছে সরকার। এই মানবতা বিরোধী সরকারের বিরুদ্ধে সবাইকে রাজপথে মিছিল-স্লোগানের মাধ্যমে জবাব দিতে হবে। খালেদা জিয়ার যদি কোনো অঘটন হয়, এই সরকারকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে। বাংলাদেশের মানুষে কোনোদিন এই সরকারকে ক্ষমা করবে না।’

‘বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার জন্য যেতে দিতে হবে। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৮ কোটি মানুষকে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে গদি থেকে উৎখাত করবে। বিএনপি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করে প্রমাণ করবে, এই দেশের মাটি ও মানুষ দেশনেত্রীর সঙ্গে আছে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা- কাফনের কাপড় কিনে ফেলেন সবাই। স্বেচ্ছায় কারাবরণের জন্য প্রস্তুতি নিতে হবে। রাজপথে কাফনের কাপড় পরে মিছিল করতে হবে। মিছিল করে আমরা জেলগেট পর্যন্ত যাব। দেখি, কত গ্রেফতার করতে পারে এই সরকার, কয়টি জেল আছে- আমরা দেখতে চাই তাদের।’

বিজ্ঞাপন

‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের মাকে আমরা মুক্ত করব। ওনার বিদেশে যাওয়া আমরা নিশ্চিত করব’- বলেন শাহাদাত হোসেন

নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে সদস সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, আবদুল মান্নান বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম ডা. শাহাদাত হোসেন বিএনপি বেগম খালেদা জিয়া

বিজ্ঞাপন

এবার কপিল শর্মাকে হত্যার হুমকি
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

আরো

সম্পর্কিত খবর