Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ আগামীকাল

ঢাবি করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ১৮:০৭

ঢাকা: ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের প্রথমবর্ষে (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে মঙ্গলবার (২৩ নভেম্বর)।

সোমবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের ফল প্রকাশ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এর আগে গত ২ নভেম্বর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে ঢাবি কর্তৃপক্ষ। এতে ১৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাশ করে। ৩ নভেম্বর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। এতে পাশের হার ছিল ১০.৭৬ শতাংশ।

সারাবাংলা/আরআইআর/আইই

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর