অ্যামাজনের বিরুদ্ধে গাঁজা বিক্রির অভিযোগ
২২ নভেম্বর ২০২১ ১৬:৪৩
বিশ্বব্যাপী জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনের বিরুদ্ধে অনলাইনে গাঁজা বিক্রি এবং পাচারের অভিযোগ এনেছে ভারতীয় পুলিশ। এ ব্যাপারে অ্যামাজনের ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করছে পুলিশ।
সোমবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
এর আগে, শনিবার মধ্যপ্রদেশের ভিন্দ শহরে গাঁজা সরবরাহের অভিযোগে অ্যামাজনের ভারতীয় নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে সময় মধ্যপ্রদেশে ২১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ বলছে, জনপ্রিয় এ সাইটটি পণ্য অন্যত্র ডেলিভারির জন্য অ্যামাজনের ইন্ডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে।
এদিকে, মধ্যপ্রদেশের পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অ্যামাজন স্টিভিয়া পাতার নামে গাঁজার চোরাচালান করছে। গ্রেফতার দুই জন এমন তথ্য জানিয়েছে।
অ্যামাজন জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। এ ব্যাপারে পুলিশকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
অ্যামাজনের এক মুখপাত্র জানান, ভারতে বিক্রি নিষিদ্ধ কোনো পণ্য তারা বিক্রির অনুমোদন দেন না।
প্রসঙ্গত, অ্যামাজন ভারতে ২০১৩ সালে আত্মপ্রকাশের পর থেকে দেশে সাড়ে ছয় বিলিয়ন মার্কিন ডলারের স্থানীয় বিনিয়োগ করেছে। তাদের বাণিজ্যের বড় বাজার ভারত।
সারাবাংলা/একেএম