Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির আন্দোলনে কিছু যায় আসে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ১৫:২৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৬:৪৪

ওবায়দুল কাদের | ফাইল ছবি

ঢাকা: বিএনপি এক দফা অথবা দশ দফা আন্দোলন করুক, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। কারণ, আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২২ নভেম্বর) বিএনপি নেতাদের সরকার পতনের এক দফা আন্দোলন প্রসঙ্গে সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজপথের সংগঠন। আন্দোলন সংগ্রাম করেই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।

জেল-জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে গড়ে ওঠা গণদাবি আদায়ের সাহসী সংগঠন আওয়ামী লীগ এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, অতীতেও দেশবাসী বিএনপির দফাভিত্তিক আন্দোলন দেখেছে। তাদের আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন ফেসবুক আর মিডিয়ানির্ভর।

এদিকে, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থ বিএনপি আবার গণ-আন্দোলনের হুমকি বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তাদের এসব হুমকি-ধামকি নিজেদের পদ-পদবী টিকিয়ে রাখার চেষ্টা ছাড়া আর কিছু নয় বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, বিএনপি নেতারা তাদের আন্দোলনের সক্ষমতা সম্পর্কে ভালোই জানেন। তবুও, তারা কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে অবিরাম গণমাধ্যমে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন।

বিএনপি নেতারা গত একযুগের বেশি সময় ধরে নানান ইস্যুতে আন্দোলন আর সরকার পতনের হুমকি দিয়ে আসছেন, প্রকৃতপক্ষে এসব হুমকি সরকার ও জনগণের মনে কোনরূপ আগ্রহ বা উদ্বেগ সৃষ্টি করতে পারেনি বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিএনপির হাতে কখনো ইস্যু তুলে দেবে না। তাই জনগণের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো ইস্যুতে সরকার সবসময়ই সক্রিয় ও তৎপর।

ইউনিয়ন পরিষদের তৃতীয় দফা নির্বাচন আসন্ন এবং চতুর্থ দফা নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে চলছে, এর পর পঞ্চম ধাপও সমাগত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইউপি নির্বাচনকে ঘিরে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আবারও দলীয় শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দলের মনোনয়নকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করছেন বা বিদ্রোহীদের উসকানি দিচ্ছেন তাদের তালিকা করতে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে।

যারা সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে লিপ্ত হবে, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সারাবাংলা/এনআর/একেএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর