জেলা পরিষদ আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২১ ১২:৩০ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৩:৪২
২২ নভেম্বর ২০২১ ১২:৩০ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৩:৪২
ঢাকা: জেলা পরিষদ আইনের সংশোধনী খসড়া মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সোমবার (২২ নভেম্বর) খসড়াটির অনুমোদন দেওয়া হয়।
আইনের খসড়ায় বলা হয়েছে-উপজেলার চেয়ারম্যান ও পৌর সভার মেয়ররা জেলা পরিষদের সদস্য থাকবেন।
এ ছাড়া কোনো পৌরসভার মেয়াদ শেষ হলে এই আইন অনুযায়ী প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে আইনে।
মন্ত্রিসভার বৈঠক শেষে আইনের বিষয়ে সাংবাদিকদের জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
সারাবাংলা/এএইচএইচ/একে