Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২১ ২১:৪৩ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ ০০:৩৯

যশোর: বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের ব্যবস্থাপনায় যশোর সেনানিবাসে উদযাপন হয়ে গেল সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে ছিল নানা আয়োজন। বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে উপহারসামগ্রীও বিতরণ করা হয়।

রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার।

বিজ্ঞাপন

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির কমান্ডার এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শাফকাত আলী। এরপর তারা অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে বীরশ্রেষ্ঠ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। সবশেষে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি যশোর অঞ্চলের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

যশোর অঞ্চল সশস্ত্র বাহিনী দিবস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর