Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে টাইলস পড়ে স্কুলছাত্রীসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২১ ২১:৫৯

কক্সবাজার: কক্সবাজার সদর হাসপাতালে রাস্তার পাশেই বহুতল ভবন নির্মাণে নিরাপত্তা নিশ্চিত না করায় সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থা। নির্মাণাধীন ভবন থেকে টাইলস পড়ে স্কুল ছাত্রীসহ ৩ পথচারী আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

রোববার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের দুই নম্বর গেটসংলগ্ন পয়েন্টে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- শহরের বাসটার্মিনাল এলাকার মৌলবি খালেদের মেয়ে তাহেরা সিদ্দিকা নিগার (৩৪) ও তার নাতনী অষ্টম শ্রেণির ছাত্রী নাজিয়া সুলতানা নিসি (১৪) এবং একজন পথচারী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানায়, তাহেরা সিদ্দিকা নিগার ও অসুস্থ নাজিয়া সুলতানা নিসি এক প্রাইভেট হাসপাতালে যাচ্ছিলেন চোখ পরীক্ষার রিপোর্ট নেওয়ার জন্য। এরইমধ্যে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে কয়েকটা টাইলস আর গাছের অংশ পড়ে। এতে নিগারের মাথা ফেটে যায়। নিসি’র পিঠে আঘাত লাগে এবং পথচারীর পায়ে জখম হয়।

আহত নিগারের ভাই আরফান উল্লাহ জানান, তার বোন নিগারের অবস্থা আশংকাজনক। তাকে ফুয়াদ আল খতীব হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে তিনি বলেন, ‘রাস্তার পাশে সদর হাসপাতালের বহুতল ভবন নির্মাণে কোনো সেফটি নিশ্চিত করা হয়নি। এটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছাড়া কিছুই না। যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে কাজ করার ফলেই এমন হয়েছে।’

এই বহুতল ভবন নির্মাণের কাজ করছে হায়দার কনস্ট্রাকশন নামে একটি বেসরকারি সংস্থা। হায়দার কনস্ট্রাকশনের কাজের দায়িত্বে থাকা মোহাম্মদ মোস্তাফা জানান, এটি একটি দুর্ঘটনা। আহতের চিকিৎসার খরচ চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

নির্মাণ কাজে নিরাপত্তা নিশ্চিত করেননি কেন, এমন প্রশ্নে সঠিক কোন উত্তর দিতে পারেনি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস নওশেদ রিয়াদ এ নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, হাসপাতালের ভবনের কাজ করছে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর। এই সংস্থার অধীনেই ভবন নির্মাণের কাজ করছে হায়দার কনস্ট্রাকশন।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত রয়েছে। এরপরও এই ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচ চালানো হচ্ছে।’

সারাবাংলা/এমও

কক্সবাজার কক্সবাজার সদর হাসপাতাল নির্মাণাধীন ভবন স্কুলছাত্রী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর