Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভি রিমোট নিয়ে ঝগড়া, ছেলের ‘ধাক্কায়’ বাবার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২১ ১৯:২৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ ২৩:০২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার জেরে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বুকে আঘাত পেয়ে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা বাণ্ডেল রোডে সেবক কলোনিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত বালাম দাশ (৬৫) চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক পরিচ্ছন্নতা কর্মী। গ্রেফতার হওয়া বালামের ছেলে নয়ন দাশও (২৫) বর্তমানে চসিকের পরিচ্ছন্ন বিভাগে সেবক (সুইপার) হিসেবে কর্মরত আছেন। তারা সেবক কলোনির বাসিন্দা।

কোতোয়ালী থানার পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকান্ত চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, টেলিভিশন দেখার সময় রিমোট হাতে রাখা নিয়ে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এসময় নয়ন তার বাবাকে ধাক্কা দেয়। খেই হারিয়ে বালাম দাশ মেঝেতে পড়ে যাবার সময় সোফার হাতলে লেগে বুকে আঘাত পান। সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

‘চিকিৎসক মৃত্যুর সঠিক কোনো কারণ উল্লেখ করেননি। তবে সুরতহাল প্রতিবেদনে বালাম দাশের বুক, অন্ডকোষ এবং কানের ওপর ফোলা ও সামান্য জখম পাওয়া গেছে। লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এদিকে খবর পেয়ে পুলিশ রাতেই সেবক কলোনির আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নয়ন দাশকে গ্রেফতার করে। মৃত বালামের ছেলে সাগর দাশ বাদি হয়ে আঘাতের মাধ্যমে তার বাবার মৃত্যু ঘটানোর অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

ওই মামলায় রোববার বিকেলে নয়নকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই সুকান্ত চৌধুরী জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমও

ঝগড়া টপ নিউজ টিভি রিমোট বাবার মৃত্যু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর