Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়ার সঙ্গে সম্পর্ক হ্রাস করল চীন

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২১ ১৯:০৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৬

তাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করল চীন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তাইওয়ানের দূতবাসা খোলার অনুমতি দেওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বেইজিং থেকে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, চীনের নীতিকে উপেক্ষা করে লিথুয়ানিয়া যে সিদ্ধান্ত নিয়েছে তাতে চীনের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতাকে দুর্বল করার পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন

স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তাইওয়ানকে স্বীকৃতি বা দ্বীপরাষ্ট্রটির সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক সহ্য করে না বেইজিং। তাইওয়ানের সঙ্গে লিথুয়ানিয়ার সম্পর্ক দিন দিন বেড়ে যাওয়ায় এবার এমন কঠোর পদক্ষেপ নিলো বেইজিং।

সারাবাংলা/আইই

চীন টপ নিউজ তাইওয়ান লিথুয়ানিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর