Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানে আবদালা হামদককে ফের ক্ষমতায় বসাতে রাজি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২১ ১৫:০৯ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৬:৩৬

সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদালা হামদককে ফের ক্ষমতায় বসাতে রাজি হয়েছে দেশটির সামরিক বাহিনী। গত মাসে এক সামরিক অভ্যুত্থানে প্রধানমন্ত্রী হামদকসহ বেসামরিক সরকারের শীর্ষ নেতাদের গৃহবন্দী করে রাখে সেনাবাহিনী। এর প্রতিবাদে দেশটিতে ব্যাপক আন্দোলন চলছে।

রোববার (২১ নভেম্বর) সুদানে গণআন্দোলনের ডাক দেয় আন্দোলনকারীরা। এর আগে শনিবার রাতে নতিস্বীকার করে সেনাবাহিনী। মধ্যস্থতাকারীদের সঙ্গে এক সমঝোতায় সেনাবাহিনী ক্ষমতাচ্যুত বেসামরিক রাজনৈতিক নেতাদের ফের সরকারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়।

বিজ্ঞাপন

শনিবার রাতে সুদানের সুশীল সমাজের প্রতিনিধিরা মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের সঙ্গে আলোচনা করেন। এ মধ্যস্থতাকারী দলের মধ্যে রয়েছেন দেশটির একাডেমিক, সাংবাদিক, রাজনীতিবিদদের কয়েকজন।

সারাবাংলা/আইই

টপ নিউজ সুদান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর