Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ইলিশের উৎপাদন বাড়বে ১৬ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ২৩:৫৬

রাজশাহী: আগামী ২০২৪ সালের জুন মাসের পর দেশে ইলিশের উৎপাদন ১৬ শতাংশ বাড়বে। এ লক্ষ্যে মৎস্য অধিদফতর ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। ২০২০ সালের জুলাই মাসে প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের পর দেশে ইলিশের উৎপাদন ১৬ শতাংশ বাড়বে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

শনিবার (২০ নভেম্বর) রাজশাহীতে এ প্রকল্পের আওতায় অংশীজনদের নিয়ে অবহিতকরণ এক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দফতর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল।

বিজ্ঞাপন

পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় কর্মশালায় জানানো হয়, বিশ্বের প্রায় ৮০ শতাংশ ইলিশ উৎপাদন হয় বাংলাদেশে। এখন দেশে বছরে ইলিশের উৎপাদন সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। মোট মাছ উৎপাদনে ইলিশের অবদান ১২.২২ ভাগ। জিডিপিতে ইলিশের অবদান এক ভাগেরও বেশি। তাই ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে ২৪৬ কোটি ২৭ লাখ ৫৩ হাজার টাকার প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। দেশের ছয় বিভাগের ২৯টি জেলায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। ইলিশের উৎপাদন বাড়াতে নানামুখী কর্মকাণ্ড চলছে প্রকল্পের আওতায়।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ মজিদ আলী, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, নৌ পুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার (এসপি) দীন মোহাম্মদ, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক তোফাজউদ্দীন আহমেদ ও প্রকল্পের পরিচালক জিয়া হায়দার চৌধুরী।

বিজ্ঞাপন

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান।

সারাবাংলা/এমও

১৬ শতাংশ ইলিশ ইলিশের উৎপাদন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর