রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেফতার করেছে মিয়ানমার
১৪ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৩
সারাবাংলা ডেস্ক
রোহিঙ্গাদের নিয়ে খবর প্রকাশ করায় রয়টার্সের দুই সাংবাদিককে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছেন।
দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’এর আওতায় দুই সাংবাদিক ও এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
রয়টার্সের পক্ষ থেকে জানানো হয়, তাদের দুই প্রতিবেদককে মঙ্গলবার সন্ধ্যায় নৈশ ভোজের জন্য নিমন্ত্রণ করে ডেকে এনে পুলিশ গ্রেফতার করে।
এ ঘটনার নিন্দা জানিয়ে রয়টার্সের এডিটর ইন চিফ স্টেফেন জে.অ্যালডার বলেছেন, রোহিঙ্গদের নিয়ে প্রতিবেদন করায় তাদের গ্রেফতার করেছে সরকার। এ ঘটনায় সাংবাদিকদের অধিকার খর্ব হয়েছে। দ্রুত গ্রেফতারকৃত দুই সাংবাদিকের মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
এ দিকে ইয়াঙ্গুনে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, রয়টার্সের দুই সাংবাদিক গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে দূতাবাস। সাংবাদিকদের গ্রেফতার করার কারণ ব্যাখ্যা করে ওই সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।
সারাবাংলা/ এমএইচটি/জিআ