Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারত সম্পর্ক অবিচ্ছেদ্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ২১:৫২ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১১:০৮

রাজশাহী: রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীর জীবনীনির্ভর তথ্যচিত্রের দশ দিনব্যাপী ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক অবিচ্ছেদ্য। এই প্রদর্শনীর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর আদর্শ ও সংগ্রামী জীবনের নানা দিক জানতে পারবে তরুণ প্রজন্ম।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ভারতের তৎকালীন ভারতীয় সরকার বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। শুধু তাই নয়, নিজেদের নানান সমস্যা সত্ত্বেও ভারত সরকার বিপুল সংখ্যক শরণার্থী এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাবার ও চিকিৎসা দিয়ে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন।

শনিবার (২০ নভেম্বর) বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রফেসর আবদুল খালেক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা প্রমুখ।

এই প্রদর্শনীতে ১৯৪৭ সালের অগাস্ট মাসে মহাত্মা গান্ধীর সঙ্গে তরুণ শেখ মুজিবুর রহমানের সাক্ষাতের একটি ছবি প্রর্দশনীতে রাখা হয়েছে। এটি একমাত্র ছবি যেখানে দুই নেতাকে একই ফ্রেমে দেখা যাচ্ছে। দর্শনার্থীরা তাদের অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে দিতে পারবে। এছাড়া দুই নেতার সঙ্গে ডিজিটাল মাধ্যমে ছবি তোলার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রসঙ্গত, মুজিববর্ষকে স্মরণ করতে এবং মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী ও ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন মর্যাদাপূর্ণ এই ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর