‘গাজীপুরের মেয়রের পদে থাকা আইনের ওপর নির্ভর করছে’
২০ নভেম্বর ২০২১ ২০:৫৯ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১১:১০
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের সদস্য পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। এখন তিনি মেয়র পদে থাকতে পারবেন কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘তিনি (জাহাঙ্গীর) মেয়র পদে থাকবেন কি থাকবেন না, সেটা আইন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
শনিবার (২০ নভেম্বর) হোটেল সোনারগাঁওয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক আয়োজিত খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ (২০১৬-২০৩৫) চূড়ান্তকরণের লক্ষ্যে জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।
সেমিনারে রাজধানীর উন্নয়ন নিয়ে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘রাজধানী ঢাকাকে আর কোনোভাবেই অপরিকল্পিতভাবে গড়ে তুলতে দেওয়া হবে না। ড্যাপ চূড়ান্ত করার পর তা বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, আবাসন ব্যবসায়ী, স্থপতিসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।’
এখনই মেয়র পদ হারাচ্ছেন না দল থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর
মন্ত্রী আরও বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তারা দেশকে নিয়ে ভাবেনি। তাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল না। তারা দেশটাকে ধ্বংস করেছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে উন্নত সমৃদ্ধ করার জন্য ২০৪১ লক্ষ্যমাত্রা ঠিক করেছেন।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নূরীসহ অন্যরা।
এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের শীর্ষ কর্মকর্তা, ঢাকা দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের শীর্ষস্থানীয় নগর পরিকল্পনাবিদ, আবাসন ব্যবসায়ী, স্থপতি, পরিবেশবিদ, প্রকৌশলী, এফবিসিসিআই সভাপতি সেমিনারে অংশ নেন।
সারাবাংলা/জেআর/এমও