Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করবেন না খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ১৮:২৪ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ ২১:০৩

চট্টগ্রাম ব্যুরো: চিকিৎসার জন্য বিদেশ যেতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করবেন না জানিয়ে তার মুক্তির জন্য চট্টগ্রাম থেকে কাফনের কাপড় পরে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

শনিবার (২০ নভেম্বর) নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত গণঅনশন কর্মসূচির বক্তব্যে শাহাদাত এ ঘোষণা দেন। চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা কর্মসূচি চলাকালে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। স্লোগানে স্লোগানে দিনভর মুখর ছিল নাসিমন ভবন।

বিজ্ঞাপন

শাহাদাত হোসেন বলেন, ‘সকাল থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য শুনেছি। বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত আছে। অনতিবিলম্বে আমরা রাস্তায় নামব। পুলিশ আমাদের যতই গ্রেফতার-নির্যাতন করুক, আমরা নিজেরাই গণগ্রেফতার কর্মসূচি পালন করব। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতাকর্মীদের বলব, আপনারাও নিজ নিজ উদ্যোগে কর্মসূচি নিয়ে রাস্তায় নামুন। চট্টগ্রাম থেকে আমরা সবাই কাফনের কাপড় পড়ে রাস্তায় নামব। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আমরা চট্টগ্রাম থেকে গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।’

কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কেন্দ্র থেকে গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করুন। প্রয়োজনে গণগ্রেফতার বরণের জন্য তৈরি থাকুন। আমরা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা আবারও রাজপথে নেমে আন্দোলন শুরুর জন্য প্রস্তুত আছি।’

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়া কারো অনুগ্রহে বিশ্বাসী নন মন্তব্য করে শাহাদাত বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার বেগম খালেদা জিয়াকে বলেছিল- আপনি চিকিৎসার জন্য সৌদিআরবে চলে যান আপনার দুই পুত্রকে সঙ্গে নিয়ে। বেগম জিয়া বলেছিলেন- বিদেশের চিকিৎসা আমার লাগবে না, আমার দেশের চিকিৎসকরাই যথেষ্ঠ। এখনও বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য তিনি সরকারের অনুগ্রহ চান না। আমরা গণআন্দোলনের মধ্য দিয়ে তার মুক্তি চাই, কারও অনুগ্রহে মুক্তি চাই না।’

‘তারা (সরকার) বারবার বেগম খালেদা জিয়াকে বলছে, চিকিৎসার জন্য বিদেশ যেতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে। কিন্তু, দেশের ১৬ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া কখনও রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন না। আওয়ামী লীগ বেগম জিয়ার চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছে। আমরা সরকারকে বলব- বেগম জিয়াকে অবিলম্বে বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ দিন। অন্যথায় উনার কিছু হয়ে গেলে এর দায় সরকারকে বহন করতে হবে’- বলেন শাহাদাত হোসেন।

কর্মসূচিতে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘বেগম খালেদা জিয়াকে চার বছর কারাগারে বন্দি রাখা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসা না হওয়ায় তিনি অনেকগুলো রোগে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসারা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। সরকার এতদিন বেগম জিয়াকে রাজনীতি এবং জনগণ থেকে দূরে রেখেছে। এখন তার জীবন কেড়ে নেওয়ার চক্রান্ত শুরু করেছে।’

নগর বিএনপির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় কর্মসূচিতে এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর কমিটির যুগ্ম আহবায়ক মো. মিয়া ভোলা, আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, সদস্য এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, হাজী মো. আলী, মাহবুব আলম, মফিজুল হক ভূইয়া, নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাসেম, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মনজু, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বক্তব্য রাখেন।

বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক, জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক ও জ্যেষ্ঠ্য সাংবাদিক জাহিদুল করিম কচি শরবত পান করিয়ে অনশন শেষ করেন।

এদিকে, কর্মসূচি চলাকালে বিকেল তিনটার দিকে সভাস্থলে ছাত্রদলের দু’গ্রুপে হাতাহাতি শুরু হয়। এসময় প্রায় ১৫ মিনিটের মতো সভার কার্যক্রম বন্ধ ছিল। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। নাসিমন ভবনের বাইরে পুলিশ মোতায়েন ছিল। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিও নাসিমন ভবনে এবং দক্ষিণ জেলা কমিটি নগরীর বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে গণঅনশন কর্মসূচি পালন করে।

সারাবাংলা/আরডি/একেএম

খালেদা জিয়া বিএনপি রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর