Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরতে সব দেশের একমত’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ১৫:৩৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৭:৪৩

ড. এ. কে. আব্দুল মোমেন, ফাইল ছবি

ঢাকা: মিয়ানমারে নির্যাতানের স্বীকার হয়ে বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়া বিষয়ে সব দেশ একমত পোষণ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। জাতিসংঘে সব দেশ সর্বসম্মতিক্রমে এমন রেজুলেশন পাস করেছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (২০ নভেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আব্দুল মোমেন বলেন, সব দেশ একবাক্যে স্বীকার করেছে যে, রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যায়। বিভিন্ন দেশে এতদিন ধরে আমরা যেটা প্রচেষ্টা চালিয়েছিলাম, জাতিসংঘে সেসব দেশ সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাস করেছে। এর ফলে আমরা বিশ্বাস করি মায়ানমারের ওপর আরও চাপ বাড়বে, তাদের লোকগুলো ফেরত নেওয়ার জন্য।

তিনি আরও বলেন, আশা করা যায় আগামীতে মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নেবে। কারণ মিয়ানমার কখনো বলে নাই যে, তারা তাদের নাগরিকদের ফেরত নেবে না। তারা আমাদের সঙ্গে এগ্রিমেন্ট করেছেন যে, তারা তাদের লোকদের নিয়ে যাবে এবং তারা যাতে স্বেচ্ছায় যায় সেজন্য পরিবেশ সৃষ্টি করবে। আমরা আশা করি আগামীতে তারা তাদের কথা রাখবে।

আজ (শনিবার) সকালে টুঙ্গিপাড়ায় পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা। এ সময় তারা ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এনএস

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন মিয়ানমার রোহিঙ্গা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর