Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ১৩:৩৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৫:৪২

কক্সবাজার: উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও জব্দ করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক, পুলিশ সুপার নাইমুল হক।

আটককৃতরা হলেন- ৩ নং ক্যাম্পের ব্লক-বি/১৩ এর মো. কবির আহমদের ছেলে নুর হোসেন (৩৮), কুতুপালং ক্যাম্প ব্লক-বি এর আবদুল করিমের ছেলে আলী হোসেন (২২) একই ক্যাম্পের ব্লক-জি এর মৃত আবদুল কাদেরের ছেলে নুর কাদের (২৩), ব্লক-এ এর তোফায়েল আহম্মদের ছেলে মো. হাসান (২৫) এবং ব্লক-সি এর মৃত সৈয়দুল ইসলামের ছেলে মো. সৈয়দ (২৬)।

এসপি নাইমুল হক জানান, শুক্রবার দিনগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন এর একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও তাদের সঙ্গে থাকা আরও ১৪/১৫ পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র, লোহার রড, তিনটি দা ও ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এএম

কক্সবাজার রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর