মেয়র জাহাঙ্গীরের উপযুক্ত শাস্তি হয়েছে: আজমত উল্লাহ
১৯ নভেম্বর ২০২১ ২২:২৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ ০৯:৪৭
গাজীপুর: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিস্কার করায় তার উপযুক্ত শাস্তি হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে আমি মনে করি।
শুক্রবার (১৯ নভেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি এসব কথা বলেন।
এর আগে, আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে দোষী সাব্যস্ত করে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবন বহিস্কার করা হয়েছে। পাশাপাশি তাকে হারাতে হচ্ছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদও।
মেয়র জাহাঙ্গীর আজীবন বহিষ্কার, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা
মো. আজমত উল্লাহ খান বলেন, ‘মেয়র জাহাঙ্গীর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছেন। সেজন্যই তার উপযুক্ত শাস্তি হয়েছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা কটূক্তির জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তে খুশি।’
পাশাপাশি মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আওয়ামী লীগের বৈঠক সূত্রে জানা গেছে।
এদিকে, মেয়রকে দল থেকে বহিস্কারের খবর টঙ্গীর নতুন বাজার এলাকা, পুবাইলের মীরেরবাজার, মাজুখানেও আনন্দ উল্লাস করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এসময় তারা আতশবাজি ফোটান ও মিষ্টি বিতরণ করেন।
সারাবাংলা/এমও