Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদাবর থেকে নিখোঁজ ৩ বোন যশোরে উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২১ ২০:০৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:৩২

ঢাকা: রাজধানীর আদাবর থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ নিখোঁজ তিন বোন যশোর কোতোয়ালি থানা এলাকায় উদ্ধার হয়েছে। গতকাল তারা আদাবরের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

নিখোঁজ তিন বোনের উদ্ধার বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার শুক্রবার (১৯ নভেম্বর) সারাবাংলাকে বলেন, ‘তিন বোন এখন কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছে। রাতেই তাদের ঢাকায় আনা হবে। আগামীকাল বেলা ১২টায় রাজধানীর শ্যামলীতে ডিসি অফিসে এ নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।’

বিজ্ঞাপন

এদিকে র‌্যাব-২ থেকে জানানো হয়েছে— যশোরে অসুস্থ বাবাকে দেখতে গিয়েছিল তিন বোন। প্রাথমিকভাবে এমন তথ্য জানতে পেরেছে র‌্যাব।

বাবাকে দেখতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিন বোনের খালা (বর্তমান গার্ডিয়ান) সাজিয়া নওরীন শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সারাবাংলাকে বলেন, ‘তাদের বাবার কাছে যাওয়ার প্রশ্নই আসে না। ওর বাবা মেয়েদের ছেড়েছে, মেয়েদের মাকে শান্তিতে থাকতে দেননি। শেষে ২০১৩ সালে মেয়েদের মা ক্যানসারে মারা গেলে আদালতের মাধ্যমে মেয়েদের আমরা নিয়েছি। তখনও তাদের বাবা নিতে চায়নি মেয়েদের। এখন তারা বড় হয়েছে। গোপনে হয়ত তাদের যোগাযোগ থাকতে পারে। আর সেখানে গেলেও তো এভাবে নিখোঁজ হওয়ার দরকার ছিল না। যাই হোক আমাদের মেয়েদের ফেরত চাই আমরা।’

সারাবাংলা/ইউজে/একে

আদাবর ডিসি বিপ্লব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর