লিটন, মায়া, কামরুল— আ.লীগে নতুন ৩ প্রেসিডিয়াম
নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২১ ১৭:৫৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:৩৪
১৯ নভেম্বর ২০২১ ১৭:৫৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ২২:৩৪
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তিনজনকে প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল চারটায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই নতুন তিনজনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।
সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্য রাখেন।
সারাবাংলা/এনআর/একে