রাশিয়া থেকে ২ হেলিকপ্টার কিনছে পুলিশ
১৯ নভেম্বর ২০২১ ১৬:৩১
ঢাকা: জননিরাপত্তা নিশ্চিত করেতে এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা-দক্ষতা আরও বাড়াতে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার কেনা হচ্ছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে আইজিপি ড. বেনজীর আহমেদ এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রে বোজিনস্কি ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মানস্টিটস্কি, পুলিশের অতিরিক্ত আইজিগণ এবং ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দুটি হেলিকপ্টার পুলিশে যুক্ত হলে পুলিশ বাহিনীর কাজ আরও গতিশীল হবে। প্রত্যন্ত অঞ্চলেও যে কোনো মুহুর্তে নিরাপত্তা বিধান ও উদ্ধার কার্যক্রম চালানো সহজ হবে।
সারাবাংলা/ইউজে/একেএম