Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়শিতে ধরা পড়লো ১৩ কেজি ওজনের গজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২১ ১৬:২৮

বরিশাল: বরগুনায় কামাল হোসেন নামের এক মাছ শিকারির বড়শিতে ১৩ কেজি ওজনের একটি গজার মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চেয়ারম্যান বাজার এলাকার একটি খালে মাছটি ধরা পড়ে। এর ওজন ছিলো ১৩ কেজি।

মাছ শিকারি কামাল হোসেন জানান, চাকরির কারণে সপ্তাহের ৫ দিন ব্যস্ত থাকতে হয়। বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত মাছ ধরার চেষ্টা করি। বৃহস্পতিবার সকালে বরগুনার বুড়িরচর ইউনিয়নের সোনাখালী এলাকায় যান। সকাল থেকে বড়শিতে কোনো মাছ না পাওয়ায় সন্ধ্যার পর চেয়ারম্যান বাজারে যান তিনি। সেখানের খালে ছিপ ফেললে রাত সাড়ে ১২টার দিকে বড়শিতে ওই গজার মাছ ধরা পড়ে।

তিনি বলেন, ‘এ প্রজাতির মাছ এখন আর দেখা যায় না।’

মৎস্যজীবী সমিতির নেতা গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘খুবই সুস্বাদু মাছ এটি। এখন এই মাছ তেমন পাওয়ায় যায় না। তবে বাজারে প্রচুর চাহিদা রয়েছে।’

সারাবাংলা/এমও

গজার গজার মাছ বড়শি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর