Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের তিন কৃষি আইন বাতিলের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২১ ১৩:৪৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১৭:২৪

বছরজুড়ে আন্দোলনের পর অবশেষে তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৯ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা জানান মোদি।

তার ভাষণে মোদি জানান, কৃষি আইন প্রণয়নে সরকারের কিছু গাফলতি ছিল। মোদি বলেন, হয়ত আমাদেরও কিছু ত্রুটি ছিল, তবে আমাদের উদ্দেশ সৎ ছিল। আমরা কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি। মোদি বলেন, এ মাসের শেষ নাগাদ পার্লামেন্টের অধিবেশনে এ প্রক্রিয়া শেষ হবে।

বিজ্ঞাপন

গত বছরের সেপ্টেম্বরে ভারতে তিনটি কৃষি বিল সংশোধন করে আইনে পরিণত করে সরকার। এর পর থেকেই দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। আন্দোলন সবচেয়ে তীব্র ছিল পঞ্জাবে। কৃষকরা বছর ধরে দিল্লির উপকণ্ঠে অবস্থান করছিলেন।

আগামী বছর পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ধারণা করা হচ্ছে ওই নির্বাচনকে সামনে রেখে কৃষি আইন নিয়ে পিছু হটেছেন মোদি। কারণ ওই দুই প্রদেশেই কৃষি আইনের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন চলছে।

সারাবাংলা/আইই

ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর