হাফ ভাড়া দেওয়ায় সেফটি বাসে মারধরের শিকার তিতুমীরের ৪ শিক্ষার্থী
১৯ নভেম্বর ২০২১ ০৮:৪৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ০৯:৩৫
পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে বাসে ‘হাফ ভাড়া’ দেওয়ায় চালক ও সহকারীর মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজর চার শিক্ষার্থী। তাদের অভিযোগ, মিরপুর-আজিমপুর রুটে চলাচলকারী সেফটি বাসের চালক-সহকারীরা মিলে তাদের মারধর করে বাস থেকে জোর করে নামিয়ে দেয়। মারধরে আহত চার শিক্ষার্থীর মধ্যে দু’জনকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁও তালতলা এলাকায় এ ঘটে। আহত শিক্ষার্থীরা জানান, বিকেলের শিফটের পরীক্ষা শেষে চার বন্ধু বাসায় ফিরছিলেন। হেলপার ভাড়া চাইতে এলে তারা শিক্ষার্থী পরিচয় দিয়ে অর্ধেক ভাড়া দেন। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক উঠে এসে হেলপারসহ বাসের স্টাফদের নিয়ে চার চার শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন।
আহত চার শিক্ষার্থী হলেন— নায়েক নুর, শাহিন, আরিফ ও মিরাজ। তারা সবাই তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর মধ্যে নায়েক নুর ও শাহিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থী সুমন বলেন, আমরা শেওড়াপাড়া থেকে সেফটি বাসে চড়ে আগারগাঁও তালতলা যাচ্ছিলাম। আমরা শিক্ষার্থী বলে অর্ধেক ভাড়া দিতে চাইলে হেলপার ভাড়া নিতে চাননি। এক পর্যায়ে বাস থামিয়ে জিজ্ঞাসা করা হয়, কারা শিক্ষার্থী। আমরা হাত তুললে পরে আমাদের সবাইকে লাঠি দিয়ে আঘাত করে। ‘তোরা ছাত্র, তোদেরই পিটাব’— এ কথা বলে আমাদের মারধর করা হয়।
আহত শিক্ষার্থীদের সহপাঠীরা বলছেন, বাস ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাসের চালক-সহকারীদের বিবাদ নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানেই এ ধরনের ঘটনায় শিক্ষার্থীরা মারধর-হেনস্থার শিকার হচ্ছেন। অথচ এ বিষয়ে কারও পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ ঘটনার সুষ্ঠু বিচারসহ শিক্ষার্থীদের জন্য প্রতিটি গণপরিবহনে ‘হাফ পাস’ নিশ্চিত করার দাবি জানান তারা।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, আমি ঘটনাটি এখনো শুনিনি। অভিযোগ পেলে ঘটনাটি যাচাই করব এবং যথাযথ ব্যবস্থা নেব।
এ বিষয়ে জানতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ মোবাইল ফোনে সারাবাংলাকে বলেন, এখনো মারধরের এমন ঘটনা শুনিনি। তবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটি অত্যন্ত দুঃখজনক। সেফটি বাসের কারা এমন কাণ্ড ঘটিয়েছে, তাদের শনাক্ত করে আমরা কাল (শুক্রবার) ব্যবস্থা নেব।
শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার কোনো নিয়ম নেই জানিয়ে এনায়েত উল্যাহ বলেন, পাবলিক বাসে ‘হাফ ভাড়া’ নেওয়ার কোনো প্রভিশন (নিয়ম) নেই। এটি শুধু বিআরটিসি’র বাসে আছে।
সারাবাংলা/এনএসএম/টিআর