Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ফি’র আড়াই কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২১ ১৮:৫৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ০০:১০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পরীক্ষায় ইউজার ফি’র ২ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে খুলনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মুহাম্মদ আরিফ সাদেক জানান, প্রকাশ কুমার দাসকে খুলনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা পরীক্ষার ইউজার ফি গ্রহণ করার দায়িত্ব দেওয়া হয়। এই ফি বাবদ ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত মোট ৪ কোটি ২৪ লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আদায় হয়। এর মধ্যে তিনি ১ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। বাকি ২ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন তিনি।

এর আগে, করোনা ফি’র এই অর্থ আত্মসাৎ নিয়ে সন্দেহ দেখা দিলে খুলনার সিভিল সার্জন কাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানেও অভিযোগের প্রমাণ পাওয়া যায়।

দুদক জানিয়েছে, এরপর খুলনা সিভিল সার্জন অফিস থেকে গত ২৭ সেপ্টেম্বর খুলনা থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়। ওই জিডির কপিসহ অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রকাশ কুমার দাসের বিরুদ্ধে আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। অবশেষে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করল।

সারাবাংলা/এসজে/টিআর

করোনা পরীক্ষার ফি করোনা ফি আত্মসাৎ খুলনা জেনারেল হাসপাতাল টপ নিউজ ল্যাব টেকনোলজিস্ট