Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল রাখায় শ্রমিকদের প্রণোদনা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২১ ১৮:৫৯

চট্টগ্রাম ব্যুরো: তৃতীয় দফায় ৬ হাজার ৭৫২ জন শ্রমিককে আড়াই হাজার টাকা করে প্রণোদনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি মধ্যেও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে বন্দরকে সচল রাখায় শ্রমিক-কর্মচারীদের এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান তাদের হাতে প্রণোদনার টাকা তুলে দেন।

বিজ্ঞাপন

এসময় বন্দর চেয়ারম্যান বলেন, ‘করোনা অতিমারির সময় শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়েছেন বলেই চট্টগ্রাম বন্দর এক মিনিটের জন্যও বন্ধ হয়নি। দেশের অর্থনীতি পুরোদমে সচল রাখতে নানান প্রতিবন্ধকতার মধ্যেও শ্রমিকরা কাজ করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও শ্রমিকদের আর্থিক সঙ্গতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা আবার প্রণোদনা দিচ্ছি।’

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ে নিয়োজিত বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অধীনে কর্মরত শ্রমিকদের এ প্রণোদনা দেওয়া হয়েছে। এর আগে গত বছরের জুলাইয়ে প্রথম দফায় প্রত্যেক শ্রমিককে ১১ হাজার টাকা ও দ্বিতীয় দফায় চলতি বছরের মে মাসে দেড় হাজার টাকাসহ খাদ্য সহায়তা দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরের শ্রম তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (অর্থ) কামরুল আমিন, সদস্য (প্রকৌশল) কমডোর এম. নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ, পরিচালক (পরিবহন) এনামুল করিম, সচিব মো. ওমর ফারুক ও চিফ পারসোনেল অফিসার নাসির উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

করোনা করোনাভাইরাস চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারী শ্রমিকদের প্রণোদনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর