Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাক থেকে পড়ে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২১ ১২:১৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১২:২০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বংশালের নয়াবাজারে মাল বোঝাই ট্রাকের উপর থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবেকের নাম আখিল (৩০)। তিনি ওই ট্রাক চালকের সহযোগী হিসেবে কাজ করতেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আখিলের বাড়ি বগুড়া কাহালু উপজেলা কাহালুবাজার এলাকায়। বাবার নাম নুরুল ইসলাম। গ্রামেই থাকতেন তিনি।

বংশাল নয়াবাজারের ইদ্রিস আলী এন্টারপ্রাইজের মালিক মো. ইদ্রিস আলী জানান, আখিল ট্রাকের হেল্পার ছিল। গতরাতে তারা বগুড়া থেকে ট্রাক নিয়ে ঢাকার আসে। ভোর রাতে তার দোকান থেকে কাগজ নিয়ে ট্রাকে লোড করছিল। আখিল ট্রাকের উপর উঠে রশি বাঁধার সময় রশি ছিড়ে সেখান থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত পায়। পরে অখিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, ট্রাকের উপরে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে আখিলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

টপ নিউজ ট্রাকের উপর থেকে পড়ে বংশাল যুবকের নিহত