Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে আবারও সেরা গোলাম দস্তগীর গাজী

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ২৩:২৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ২৩:৩৮

ঢাকা: আবারও ব্যক্তিপর্যায়ে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

বুধবার (১৭ নভেম্বর) রাতে ২০২০-২১ করবর্ষের জন্য সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তির নাম গেজেট আকারে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু গেজেটে সই করেছেন।

২০২০-২০২১ অর্থবছরে ট্যাক্স কার্ডের জন্য ব্যক্তি শ্রেণিতে ৭৫ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৪ জন এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২ জন করদাতাকে মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোন ক্যাটাগরিতে কারা সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন সেটি তুলে ধরা হলো

সিনিয়র সিটিজেন ক্যাটাগরি: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, খাজা তাজমহল, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, ট্রান্সকম লিমিটেডের লতিফুর রহমান ও পপুলার ডায়াগনস্টিকের ডা. মোস্তাফিজুর রহমান।

এর আগে, গোলাম দস্তগীর গাজী এর আগে ২০১২-১৩ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দশম সর্বোচ্চ করদাতা, ২০১৩-১৪ করবর্ষে তৃতীয় সর্বোচ্চ করদাতা, ২০১৪-১৫ করবর্ষে অষ্টম সর্বোচ্চ করদাতা, ২০১৫-১৬ করবর্ষে তৃতীয় সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছিলেন। এছাড়া সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে ২০১৬-১৭ করবর্ষে দ্বিতীয় সর্বোচ্চ করদাতা, ২০১৭-১৮ করবর্ষে প্রথম সর্বোচ্চ করদাতা এবং ২০১৯-২০ অর্থবছরের সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন তিনি।

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরি: মো. নাসির উদ্দিন মৃধা, মো. জয়নাল আবেদীন, মো. কোহিনুর ইসলাম খান ও এস এম আবদুল ওয়াহাব।

প্রতিবন্ধী ক্যাটাগরি: আকরাম মাহমুদ, ডা. মো. মামুনুর রশীদ ও লুবনা নিগার।

বিজ্ঞাপন

নারী ক্যাটাগরি: আনোয়ারা হোসেন, শাহনাজ রহমান, সেলিনা মাহবুব, ফারহানা মোনেম ও মোরশেদা নাসমিন।

তরুণ ক্যাটাগরি: আহমেদ ইমতিয়াজ খান, এস এম মঞ্জুরুল আলম অভি, মো. লুৎফর রহমান, মো. ফয়সাল হোসেন, আনিকা তারান্নুম আনাম।

ব্যবসায়ী ক্যাটাগরি: হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া, নজরুল ইসলাম মজুমদার, নাফিস সিকদার, মো. শওকত আলী চৌধুরী ও আলহাজ্ব আনোয়ার খান।

বেতনভোগী ক্যাটাগরি: মোহাম্মাদ ইউসুফ, হোসনে আরা হোসেন, রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন ও এম এ হায়দার হোসেন।

চিকিৎসক ক্যাটাগরি: ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. একেএম ফজলুল হক, ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. এন এ এম মোমেনুজ্জামান ও নার্গিস ফাতেমা।

সাংবাদিক ক্যাটাগরি: ফরিদুর রেজা সাগর, আব্দুল মুকিত মজুমদার, মাহ্ফুজ আনাম, মোহাম্মদ আবদুল মালেক, মতিউর রহমান।

আইনজীবী ক্যাটাগরি: শেখ ফজলে নূর তাপস, কাজী মোহাম্মদ তানজিবুল আলম, আহসানুল করিম, নিহাদ কবির ও তৌফিকা আফতাব।

প্রকৌশলী ক্যাটাগরি: মোহাম্মদ আব্দুল্লাহ, প্রকৌশলী মো. মোখলেছুর রহমান ও মো. জহুরুল ইসলাম।

স্থপতি ক্যাটাগরি: মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মো. রফিক আজম ও এনামুল করিম নির্ঝর।

অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরি: মো. ফারুক, মাশুক আহমেদ এফসিএ, মো. মুশতাক আহমেদ।

খেলোয়াড় ক্যাটাগরি: ক্রিকেটার মো. মাহমুদউল্লাহ, তামিম ইকবাল খান ও সৌম্য সরকার।

অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরি: সুর্বণা মোস্তফা, বিদ্যা সিনহা মীম ও বাবুল আহমেদ।

গায়ক-গায়িকা ক্যাটাগরি: তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।

অন্যান্য ক্যাটাগরি: মাহমুদুল হক, খন্দকার মনির উদ্দিন ও সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

টেলিকমিউনিকেশন: গ্রামীণ ফোন।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া: মিডিয়া স্টার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, ট্রান্সক্রাফট লিমিটেড ও সময় মিডিয়া।

সারাবাংলা/এসজে/একে

গোলাম দস্তগীর গাজী টপ নিউজ সেরা করদাতা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর