Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিজড়া ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না সাজাপ্রাপ্ত আসামি শফিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ২২:৫০

ঢাকা: হিজড়া ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. শফিকুল ইসলামের। মাদক মামলায় জামিনে বের হয়ে কারাবাস থেকে রেহাই পেতে তিনি ছদ্মবেশে ছিলেন।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে বরিশালের গৌরনদী থানার দিয়াসুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মো. শফিকুল ইসলাম শফিক বরিশালের গৌরনদী উপজেলার টিকামারা সরদার বাড়ি এলাকার মো. এস্কেন্দার সরদারের ছেলে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় শফিকের বিরুদ্ধে ২০১৪ সালে একটি মাদক মামলা করা হয়। জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যাওয়ায় কয়েক বছরেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ওই মামলায় ২০১৮ সালে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। পরে জানা যায় শফিকুল ইসলাম শফিক হিজড়া ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে গৌরনদী থানার এএসআই ইয়ার হোসেন।

ওসি আরও জানান, সাজাপ্রাপ্ত আসামি শফিককে গ্রেফতারের পর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/একে

বরিশালের আসামি হিজড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর