Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেরা ভ্যাট দাতার পুরস্কার পাচ্ছে ৯ প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ২২:০৯

ঢাকা: চলতি বছর সেরা ভ্যাটদাতা হিসেবে উৎপাদন, ব্যবসায় ও সেবাখাতের নয়টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে। বুধবার (১৭ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

যেসব প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে সেগুলো হলো- ব্যবসা খাতে খুলনা জেলার চুকনগর বাজারের এস এম মটরস, সিলেটের এমকো বাজাজ ইন্টারন্যাশনাল ও ঢাকার ম্যাবস ইউনিয়ন মটরস লিমিটেড। উৎপাদন খাতে পুরস্কার পাওযা প্রতিষ্ঠান- ঢাকার কদমতলীর এরিস্টো ফার্মা লিমিটেড, পাবনার স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও রংপুরের মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরি। আর সেবাখাতে পুরস্কার পাচ্ছে- রাজধানীর গুলশানের ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড ও গাজীপুরের রবার্ট বস (বাংলাদেশ) লিমিটেড।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও সেরা ভ্যাটদাতা হিসেবে ১০২টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। জেলা পর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা জেলার ঢাকা থাই লিমিটেড, নর্থ ইন্ড লিমিটেড, চট্টগ্রামের পদ্মা এলপিজি লিমিটেড, টেরাকোটা, কক্সবাজারের পর্যটন হোটেল নেটং, মানিকগঞ্জের আকিজ স্টিল মিলস, বগুড়ার এবি গ্লাস ইন্ডাস্ট্রিজ, রাজশাহীর প্রাণ অ্যাগ্রো লিমিটেড, সিলেটের এলপি গ্যাস লিমিটেড, সুনামগঞ্জের পানশী রেস্টুরেন্ট, খুলনার খুলনা ডকইয়ার্ড, ভোলার শেলটেক সিরামিকস, কুমিল্লার মেসার্স শফিউল আলম স্টিল রি-রোলিং মিলস ও নরসিংদীর পিএইচপি ইস্পাত লিমিটেড। পুরস্কার বিজয়ীরা ২০১৯-২০ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান।

প্রতি বছর ১০ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জাতীয় ভ্যাট দিবস পালন করে। ওই দিন নয় প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/পিটিএম

পুরস্কার সেরা ভ্যাট দাতা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর