Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইওয়ে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ২১:৫০

চট্টগ্রাম ব্যুরো : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইওয়ে পুলিশের এক পরিদর্শক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বাদি হয়ে পৃথক ‍দু’টি মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— হাইওয়ের পুলিশের চট্টগ্রামের বার আউলিয়া থানার ওসি (ট্রাফিক) মীর নজরুল ইসলাম ও তার স্ত্রী সাহানা সুলতানা। পুলিশ কর্মকর্তা মীর নজরুল হাইওয়ে পুলিশের আগে সিএমপি ও চট্টগ্রাম জেলায় ট্রাফিক পরিদর্শক পদে ছিলেন।

দুদকের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন সারাবাংলাকে জানিয়েছেন, মামলায় মীর নজরুল ইসলামের বিরুদ্ধে ৩০ লাখ ৬৭ হাজার ৩৪৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৮ লাখ ৪ হাজার ৩৭৬ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী সাহানা সুলতানার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৮৭ লাখ ২৮ হাজার ৬৭৫ টাকার সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে ৬১ লাখ ৮০ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/আরডি/একে

পুলিশ পরিদর্শক হাইওয়ে পুলিশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর