যে এতবড় অমানবিক, তাকেও মানবিকতা দেখিয়েছি: প্রধানমন্ত্রী
১৭ নভেম্বর ২০২১ ২১:১৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১২:০২
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমার অথরিটিতে তার বাসায় থাকতে দিয়েছি। বাকিটা আইনের ব্যাপার। তিনি এতবড় অমানবিক, তাকেও মানবতা দেখিয়েছি। আমার হাতে যেটুকু পাওয়ার সেটুকু দেখিয়েছি, আর কত চান? আর কত চান আমাকে বলেন?’
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে যুক্তরাজ্য ও ফ্রান্স সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুরুতে লিখিত বক্তব্য শেষে পরে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারপ্রধান শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দুই পাশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য আপনার সরকারের পক্ষ থেকে বিএনপি তথা মাঠের বিরোধীদলের সঙ্গে সংলাপের কোনো উদ্যোগ নেবেন কি না এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি না-এমন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘আমার কাছে চান কীভাবে বলেন তো? খালেদা জিয়াকে যে বাসায় থাকতে দিয়েছি, কারাগার থেকে চিকিৎসা করতে দিয়েছি এটিই কি বেশি না। আপনাকে কেউ হত্যা করার চেষ্টা করলে আপনি কি তার গলায় ফুলের মালা দিয়ে আসতেন? বা আপনার পরিবারকে কেউ হত্যা করলে আপনি বিচার না করে তাদের কি পুরস্কৃত করতেন? তাদের কি বিভিন্ন দূতাবাসে চাকরি দিতেন?’
প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আমি থাকতে হত্যাকারীকে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে ভোট দিয়ে পার্লামেন্টে বসানো হয়। যেখানে আমি বিরোধীদলের নেতা ছিলাম, সেখানে বসানো হলো কর্নেল রশিদকে। কে করেছিল খালেদা জিয়া? খায়রুজ্জামান আসামি তার মামলার রায় হবে, চাকরি নাই; খালেদা জিয়া ক্ষমতায় এসে সেই আসামিকে চাকরি দিলো ফরেন মিনিস্ট্রিতে, অ্যাম্বাসেডর করে পাঠালো। পাশা একজন খুনি, মারা গেছে। মৃত ব্যক্তিকে ক্ষমতায় এসে প্রমোশন দিয়ে তার সমস্ত অবসর ভাতা-টাতাসব দিয়ে দিলো। আর আমার গ্রেনেড হামলার পর বলে দিল আমি ভানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজেই নিজেকে হত্যা করতে মেরেছিলাম। কোটালীপাড়ায় যখন বোমা পুঁতে রাখা হয়েছিল তার বক্তব্য কী ছিল? শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনোদিন বিরোধী দলীয় নেতাও হতে পারবে না। ভেবেছিল মরেই তো যাব। আর রাখে আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ রাখে কে?’
‘এখন আমার বেলায় হচ্ছে যে, রাখে আল্লাহ মারে কে? তারপরও খালেদা জিয়ার জন্য এত দরদ দেখানো, আমাকে বলেন আপনাদের উদ্দেশ্যটা কী? আমার মনে হয় এই প্রশ্ন করলে আপনাদের একটু লজ্জা হওয়া উচিত— এই কথাটা অন্তত আমাকে বলার বিষয়য়ে। যারা আমার বাপ-মা, ভাই, আমার ছোট ভাই রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে। তারপরও আমরা অমানুষ না। অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত (খালেদা জিয়া) তার বাসায় থাকার ব্যবস্থাটুকু আমার এক্সিকিউটিভ অথরিটিতে, আমার হাতে যতটুকু ক্ষমতা আছে আমি সেটুকু দিয়েই তাকে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার।’
শেখ হাসিনা বলেন, ‘তারপরও দুর্নীতি করে করে এই দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। গ্রেনেড হামলার পরে এতজন আহত হলো, আমাদের ২২ জন মানুষ মারা গেছে। পার্লামেন্টে তার ওপর আলোচনা করতে দেয়নি।’
আমরা এ বিষয়টা নিয়ে আলোচনা করতে পারিনি বলেও ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ‘বিএনপি ইলেকশন-মারামারিও করছে, আবার উসকিয়েও দিচ্ছে’
সারাবাংলা/এনআর/একে