Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমি অফিসের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ২৫ লাখ টাকা আত্মসাতের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ২০:২২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ২০:৩৫

চট্টগ্রাম ব্যুরো: ভূমি উন্নয়ন করের ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে একটি ভূমি অফিসের তিন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

অভিযুক্ত তিন জন হলেন— চট্টগ্রাম নগরীর কাট্টলী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাত হোসেন (৪৮), দক্ষিণ পাহাড়তলী ভূমি অফিসের এমদাদ হোসেন (৪৫) এবং অফিস সহায়ক (অস্থায়ী) আমিনুল ইসলাম (৩৫)।

দুদক প্রধান কার্যালয়ের ‍উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক মামলার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শাহাদাত হোসেন দক্ষিণ পাহাড়তলী ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ছিলেন। অভিযুক্ত তিন জন মিলে ২০২০-২১ অর্থবছরে পাহাড়তলী ভূমি অফিসের ভূমি উন্নয়ন করের ১৪টি চালানে পাওয়া ২৫ লাখ ৫৭ হাজার ১৫৬ টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেন।

অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ করা হয়েছে।

সারাবাংলা/আরডি/টিআর

টাকা আত্মসাৎ দুদকের মামলা ভূমি অফিস

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর