Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে কড়া বার্তা দেবে ইন্দোনেশিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ১৯:২৯

ঢাকা: রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে কড়া বার্তা পাঠাবে ইন্দোনেশিয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এই কথা বলেন। বুধবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় রেতনো মারসুদি বলেন, ‘আমরা রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমারকে কড়া বার্তা দিতে যাচ্ছি।’ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই সমস্যাটি বাংলাদেশের জন্য প্রকট হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা জোরপূর্বক বিতাড়িত হওয়ার পর থেকে তিন বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ তাদের দেখভাল করছে।’

বিজ্ঞাপন

বৈঠকে ইন্দোনেশিয়ার রেতনো মারসুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। কোভিড-১৯ মহামারির কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটি মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২১তম মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছেন ইন্দোনেশিয়ার এই মন্ত্রী।

তার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. প্যান্ডোর। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘নেলসন ম্যান্ডেলা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম একই ছিল।’ তিনি উল্লেখ করেন যে, ‘উভয় নেতাই নিজের দেশ ও জাতির জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন।’

বিজ্ঞাপন

এরপর শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী জিএল পেইরিসও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। দেশটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশেষ করে অনলাইন সংযুক্ততা, ব্যবসা ও ব্যাংক কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা নেটওয়ার্কের ভূয়সী প্রশংসা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/পিটিএম

ইন্দোনেশিয়া কড়া বার্তা মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর